ডন ডেস্ক:-
কুষ্টিয়া হাইস্কুলের মতো হারিয়ে যেতে বসেছে হাইস্কুলে মাঠটিও! যে মাঠে একটি সময় ছিল খেলাধুলা এখন সেই মাঠে খেলাধুলার পরিবর্তনে সকাল থেকে রাত পযন্ত চলে রমরমা জুয়া ও মাদকের ব্যবসা। একটি সময় কুষ্টিয়া সাংবাদিক মহলও মাঠে মেলা ও জুয়ার খেলা বন্ধ করে দেওয়ার জন্য আপয়্যান চেষ্টা করেছেন। তা সাময়িক ভাবে বন্ধ হলেও পরবর্তিতে আবার আগের মতোই শুরু হয়েছে। বার বার মেলা বসানোর কারনে মেলা কতৃপক্ষ মাঠটি খেলার অনুপযোগী করে ফেলে যার পর থেকেই চলে মাঠে জুয়ার আসর। যে আসর শুরু হয় সকাল থেকে আর আসরের পর্দা নামে রাত ৩ টার পর! এমনকি জুয়া খেলার কারনে অনেক সময় বিভিন্ন পরিবারের মধ্যে মারামারির মতো ঘটনা ঘটছে। জুয়া খেলা বন্ধের জন্য ৯৯৯ এ ফোন দিয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানাতেও ফোন দিলেও মেলে না কোনো সহায়তা। পুলিশ পাঠানোর কথা বললেও জুয়ার আসর ভাঙার পরও আসে না কোনো পুলিশ। যে জন্য জুয়ারিরাও কোনো ভয় পায় না। যে কোনো সময় এই মাঠে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খেলার মাঠটি আবার খেলাধুলার মতো উপযোগী করে দেওয়ার জন্য কুষ্টিয়ার মাননীয় জেলা প্রশাসক ও মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতা কামনা করছি।