নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে কচুবাড়িয়ার রিপন মালিথার স্ত্রী পরিকার টানে একই ইউনিয়নের ভুলাপাড়া গ্রামের ডাঃ আনসারের ছেলে এনজিও কর্মী সিহাবের সাথে লাপাত্তা হয়েছে। ঘটনাসুত্রে রিপন মালিথা জানান, আমার বাড়ি সহ আশে পাশের বাড়িতে লোনের টাকা সংগ্রহ করতে আসত ভুলাপাড়া গ্রামের ডাঃ আনসারের ছেলে এনজিও কর্মী সিহাব। এক পর্যায়ে তাদের মনদেওয়া নেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় আমার স্ত্রী এনজিও কর্মী সিহাবের সাথে আমার ঘরে থাকা নগদ টাকা পয়সা, সোনা দানা সহ আমার সন্তানকে ফেলে রেখে লাপাত্তা হয়েছে। আমরা অনেক খুঁজাখুজি করে জানতে পারি সিহাবের সাথে আমার স্ত্রী পালিয়েছে এবং তার সাথে সংসার শুরু করেছে। এ ধরনের
কার্যকলাপ ইসলামী শরিয়ত মোতাবেক দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে গত ০৯/০৪/২০২২ ইং তারিখ মিরপুর থানায় রিপন মালিথা একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি