বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফায়ার ফাইটার মেহেদী আজাদ ডুবুরি না হয়েও জিবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু কুষ্টিয়ার ঝাউদিয়ায় দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু কুষ্টিয়া আইলচারা ইউনিয়ন কৃষকলীগ নেতা কলম জোয়ার্দার এর খুটির জোর কোথায় শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে মাননীয় প্রধান উপদেষ্টার শোকবার্তা মাগুরা ও ঝিনাইদহে সড়কে আট ঘন্টার ব্যবধানে নিহত -৫ কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) শাহাদাত বরণ করেছেন হাটশহরিপুর ফরাজিপাড়ায় বসতবাড়িতে লুটপাট’ থানায় অভিযোগ জনি হত্যা চেষ্টা মামলায় ০৩ পৌর কাউন্সিলর গ্রেফতার

হরিপুরে অভিনব কৌশলে চলছে মাদকের রমরমা ব্যবসা,যুব সমাজ অন্ধকারে যাচ্ছে হারিয়ে

Reporter Name / ৩২৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২, ৮:৩৯ অপরাহ্ন

অনুসন্ধানী প্রতিবেদন:-

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে কোন ভাবেই দমানো যাচ্ছে না মাদকের রমরমা ব্যবসা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসন মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেও হরিপুরের মাদক ব্যবসায়ীরা বিভিন্ন অভিনব কৌশলে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এখন প্রকাশ্যে মাদক ব্যবসা না হলেও গোপনীয় ভাবে আগের চেয়ে দ্বিগুণ মাদক ব্যবসা চলছে। আর মাদক বিক্রির বিভিন্ন সিন্ডিকেট আকারে মাদক ব্যবসা চালাচ্ছে দীর্ঘদিন ধরে। এই সমস্ত মাদক সিন্ডিকেট পরিচালিত হচ্ছে স্কুল, কলেজ পড়ুয়া তরুণ সমাজদের টার্গেট করে। মাদক বিক্রি, পরিবহন, সরবরাহ সবকিছুই এখন তরুণদের উৎসাহের মাধ্যমে দামী গাড়ি, লোভনীয় অফার, প্রতি পিছ ইয়াবার কমিশন ইত্যাদি পন্থায় দেদারচ্ছে চালাচ্ছে মাদক ব্যবসা। হাত বাড়ালেই বাজারের নিত্যপণ্যে আলু পটলের মতোই গাজা, ইয়াবা, হিরোইন, ফেন্সীডেল, টাপেন্ডা পাওয়া যায়। কয়েকজন তরুণের সাথে কথা বললে তারা জানান, এখন সবচেয়ে তরুণদের মাঝে ইয়াবার চাহিদাই সবচেয়ে বেশি। হরিপুরে দীর্ঘদিন ধরে কিছু স্মার্ট তরুণ তাদের ভদ্রতার আড়ালে যুব সমাজের মাঝে রমরমা মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেছে। এই সমস্ত তরুণ বেকার হলেও দামী গাড়ি, রাজকীয় কায়দায় দাপিয়ে বেড়ালেও প্রতিনিয়ত মাদক ব্যবসার নেটওয়ার্কের আধিপত্য বিস্তার ঘটায়। আর এই মাদক সিন্ডিকেটের পিছনে রয়েছে কিছু স্বার্থ হাসিল করা বড় ভাই নামে খ্যাত কিছু মানুষ। বর্তমানে ইয়াবা আসক্ত তরুণদের সংখ্যাই সবচেয়ে বেশি। ইয়াবা কিনতে কোথাও যাওয়া লাগে না। ফোনে যোগাযোগ করা হলেই বাজারের প্রচলিত পণ্যের মতোই তাৎক্ষণিক সরবারহ করা হয় মাদক। দাম একটু বেশি হলেও সহজেই হাত বাড়ালেই পাওয়া যায়। সরেজমিন পরিদর্শন করলে দেখা যায়, গড়াই নদীর চর, নদীতে বেঁধে রাখা নৌকার ছাউনির নিচে, পদ্মা নদীর চর, শালদাহ মাঠে, জোড়া বটগাছ তলার আশেপাশে, বাজারের সামনে ব্যাংকের মাঠ নামে পরিচিত জায়গা, কাবিলের মোড়, ফারাজী পাড়া সাগর খালি মাঠ, মিল্লা পাড়ার কয়েকটি চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়ি, নদীর কূল মাঠপাড়া, কান্তিনগর সহ বিভিন্ন স্পটে সন্ধ্যা থেকেই মাদক সেবন ও বিক্রির মহা উৎসব চলে। বেশ কয়েকবার এই মাদক ব্যবসায়ী গুলো প্রশাসনের হাতে বিভিন্ন সময়ে মাদক সহ হাতেনাতে ধরা পড়লেও কিছুদিন পড়ই আইনের ফাঁকফোকর থেকে বেরিয়ে এসে আগের চেয়ে দ্বিগুণ মাদক ব্যবসা চালায়। মাদকের কুপ্রভাবে এলাকায় চুরি ছিনতাই সহ নানা অপকর্ম সংঘটিত হওয়ায় এলাকার সুশীল সমাজ ও সাধারণ মানুষদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই হরিপুরের সকল শ্রেণীর পেশার মানুষদের দাবী কোন তালবাহানা নয় যতো দ্রুত সম্ভব মাদক ব্যবসায়ীদের লাগাম টেনে ধরে তরুণ সমাজদের অন্ধকারে থেকে আলোর পথে ফিরিয়ে আনা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর