ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেল হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) রাতে হাসিবুরের চাচা মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। মামলায় তিনি অজ্ঞাত কয়েক জনকে আসামি করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার (৯ জুলাই) দুপুরে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, হাসিবুরের চাচা অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, পূর্বশত্রুতার জেরে কে বা কারা তাঁর ভাতিজাকে হত্যা করেছে। ৩০২, ২০১,৩৪ ধারায় মামলায়টি হয়েছে। যার মামলা নম্বর ১২ তারিখ ০৮/০৭/২০২২ ইং। ওসি আরও বলেন, পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে তিনি নিশ্চিত করেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুলাই হাসিবুর রহমান রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে ছিলেন। মুঠোফোনে কল পেয়ে তিনি অফিস থেকে থেকে বের হয়ে যান। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার। বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচে গড়াই নদী থেকে তাঁর অর্ধগলিত লাশ ভেসে ওঠে। তাঁর পরনের জামাকাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করেন এদিকে শনিবার দুপুর বারোটার দিকে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন,খুনি তুমি যেই হও ধরা তোমার পড়তেই হবে, খুনিদের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও,রুবেলের রক্ত বৃথা যেতে দেব না বলে, স্লোগান দেন। তিনি আরও বলেন, আমাদের কোনো ঈদ নেই, কোনো আনন্দ নেই। হাসিবুর হত্যাকারীদের খুঁজে বের করা না হলে কুষ্টিয়া অচল করে দেওয়া হবে। বর্তমান সরকার গণমাধ্যম কর্মীদের সরকার। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সরকার খুনিদের গ্রেফতার করে উপযুক্ত বিচার করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।