ডন ডেস্ক:-
কুষ্টিয়ার চৌড়হাস এ অবস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের প্রতিষ্ঠান কনফিডেন্স আউটসোর্সিং লিমিটেড এর বিরুদ্ধে একটি চক্রের চাঁদার দাবি মেনে না নেয়ায়, অন লাইেন ১ টি গ্রুপের ও ফেসবুকের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে হেয়প্রতিপন্ন করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সদর থানায় গত ১৬ ও ১৮ই জুলাই প্রতিষ্ঠানটির। ম্যানেজিং ডিরেক্টর বাবর আলী ২ টা অভিযোগ দায়ের করেছেন, যা এখনো তদন্তাধীন।অভিযোগ এ তিনি যশোর জেলার কেশবপুরের কাকলী আক্তার সারা।ও কবুর হাটের সাংবাদিক পরিচয় দানকারী আহসান হাবিব বিদ্যুৎ এর বিরুদ্ধে দাবি করা চাঁদা না দেয়াই তার প্রতিষ্ঠানের ভাব মুর্তি ক্ষুন্নকরার নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন।এবং সেসংক্রান্ত সকল প্রমানাদি থানায়, মাননীয় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বরাবর জমা দিয়েছেন বলে জানাযায়। এ বিষয়ে প্রশাসনের পক্ষথেকে জানা যায় যে তদন্ত সাপেক্ষে দ্রুত দোষিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।এবিষয়ে স্থানীয় দৈনিক আরশি নগর এ ২০ ই জুলাই একটি সংবাদ প্রকাশ হয়েছে। (চলবে)
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি