ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় পুলিশ এর পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ফারান হোসেন ওরফে স্বপন (২৪) ও মেহেদী হাসান শেখ (২৬) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত কবুরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত হলেন চৌড়হাস আদর্শপাড়া রুপনগর এলাকার মোশাররফ হোসেন মলিকের ছেলে ফারান হোসেন ওরফে স্বপন (২৪) ও একই এলাকার চৌড়হাস ফুলতলা বড় পুকুরের পাশে বাবুল শেখের ছেলে মেহেদী হাসান শেখ (২৬)। পুলিশ সূত্রে জানা যায় কবুরহাট এলাকায় একটি বাসায় পুলিশ পরিচয় দিয়ে দুইজন ব্যক্তি চাঁদার দাবি করেন। দাবির টাকা না দিতে চাইলে ওই বাড়ির দরজা ভাঙচুর করেন। এ ঘটনা দেখে পার্শ্ববর্তী বসবাসরত মানুষজন সেই পুলিশ পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে ধাওয়া করেন এবং কবুরহাট বাজারের ওপর থেকে তাদেরকে আটক করেন এবং তাদের পরিচয় পত্র দেখতে চাইলে তারা দিতে না পাড়ায়,পরবর্তীতে স্থানীয় জনগণ জগতি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মেহেদী হাসান মুন্নু কে বিষয়টি অবগত করেন।এ বিষয়ে জগতি পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ মেহেদী হাসান মুন্নু বলেন পুলিশের সোর্স পরিচয়ে কবুরহাট বাজারে চাঁদাবাজীর অভিযোগ আসলে ঘটনার বিষয়ে সত্যতা যাচাই করে বাজার থেকে তাদেরকে আটক করি। এ বিষয়ে তাদের নামে কুষ্টিয়া মডেল থানায় চাঁদাবাজীর মামলা হয়েছে বলে তিনি জানান।