কুষ্টিয়া প্রতিনিধি:-
কুষ্টিয়ায় (০৯ আগস্ট-২২) মঙ্গলবার দিনভর আয়োজনে মধ্য দিয়ে বিকেল ৫.৩০ সময় ঐতিহাসিক ১০ মহরম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাসুল (আ:) ঘোষিত ১২ জন ইমাম ও পাক পাঞ্জাতনের উজ্জ্বল নক্ষত্রদের মধ্যে ইমাম হোসাইন (আ:) এবং উনার সঙ্গী ও কারবালার সকল শহীদদের প্রতি গভীর ভাবে শোকাহত জানিয়ে তরিকতে আহলে বাইত বাংলাদেশ (কেন্দ্রীয় সংসদ) এর আয়োজনে এবং কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবিরউদ্দিন মোল্লার রেলগেটের পাশে ডা.সামছুল আলমের সদর আশ্রমের সহযোগিতায় গরীব দুঃখী মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এতে আলোচনা সভায় ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তরিকতে আহলে বাইতের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. সামছুল আলম।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি