ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ডের নওদাপাড়া গ্রামের মৃত সেকেন্দার মিস্ত্রী ছেলে বাবুল হোসেন ওরফে মহররম ( ৪০ ) এর নিজ বাড়ির পূর্ব - উত্তর ভিটি পশ্চিম - দক্ষিণ দুয়ারী এল প্যাটার্ন বিশিষ্ট সেমি পাকা ০৩ ( তিন ) কক্ষবিশিষ্ট বসত ঘরের উত্তর - পূর্ব পার্শ্বে কক্ষে রক্ষিত টিনের বাক্সের মধ্যে অবৈধ নেশাজাত দ্রব্য ট্যাপেন্ডাল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একটি প্লাষ্টিক ব্যাগের মধ্যে মাদকদ্রব্য অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ৯০০ ( নয়শত ) পিচ , প্রতি পিচ ওজন ০.২৭৪০ করে মোট ওজন ৯ooXo . 29৪০ = ২৪৬.৬ ( দুই শত ছয়চল্লিশ দশমিক ছয় ) গ্রাম , মূল্যঃ ১,৮০,০০০ / = ( এক লক্ষ আশি হাজার টাকা ) গোপন সংবাদের ভিত্তিতে ১৩/০৮/২০২২ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ,কুষ্টিয়া জেলা শাখার এসআই শেখ আবুল কাশেম এর নেতৃত্বে এএসআই সোহরাব হোসেন , এএসআই হোসেন আলী, সিপাই আব্বাস আলী, মেহেদী হাসান,রাশেদুল ইসলাম ও প্রিয়াংকা মজুমদার এদের সমন্বয়ে চৌকস দল পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।পরে আরেকটি অভিযানে ভ্রাম্যমান আদালত বসিয়ে শরিফুল ইসলাম (৪০),পিতাঃমৃতঃখলিল মন্ডল-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(ক),ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০(পাঁচশত)টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩ দিনের জেল প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন নাহার। এ সময় দক্ষতার সাথে অভিযানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর শেখ আবুল কাশেম। তিনি বলেন, মাদক দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের বিকল্প নেই। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সুন্দর দেশ ও জাতি গঠনে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। একটি পরিবার কে ধ্বংসের জন্য একজন মাদক সেবন কারিই যথেষ্ট। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের এসআই জি.এম. হাফিজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন। কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের সাথে মুঠোফোন কথা হলে তিনি বলেন, কুষ্টিয়া সীমান্তবর্তী জেলা হওয়ায় দৌলতপুর এবং ভেড়ামারাতে মাদকের অভয়ারন্যে পরিণত হয়েছে। কুষ্টিয়া জেলাকে মাদক মুক্ত করতে আমাদের মহাপরিচালকের নির্দেশে সারা দেশের ন্যায় ব্যাপক পরিসরে অভিযান অভ্যাহত রয়েছে।এরি ধারাবাহিকতায় ভেড়ামারা হতে বিপুল পরিমান অবৈধ নেশাজাত দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে,এ অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি