প্রতিবেদক:-
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন যুবমৈত্রী কুষ্টিয়া জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের কাটাইখানা মোড়স্থ ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে এক কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কাউন্সিল অনুষ্ঠানটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। আলোচনার মধ্যদিয়ে প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট বুরে্যর সদস্য কমরেড নুর আহমদ বকুল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক কমরেড হাফিজ সরকার, যুব মৈত্রীর খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ। প্রধান অতিথি কমরেড নুর আহমদ বকুল বলেন, তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের উর্ধ্বগতি হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য। মেহনতি মানুষের স্বার্থ রক্ষা না করে সরকার বেনিয়াদের স্বার্থ রক্ষা করছে। সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে দেশ অকার্যকর রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। সময় এসেছে ভাত ও ভোটের লড়াইয়ের। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে যুবমৈত্রী কুষ্টিয়া জেলা শাখার নব-গঠিত কমিটির ঘোষণা দেন। কমিটিতে মনিরুজ্জামান মজনু সভাপতি, রাশেদ খান মেনন, অহিদুল ইসলাম, শিল্পী খাতুন, হোসেন আলী ও দেলোয়ার হোসেন সহ-সভাপতি, সোহেল রানা সাধারণ সম্পাদক, শাকিল আহমেদ ও মকলেসুর রহমান সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, নারী বিষয়ক সম্পাদক সারথী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম মওলা, ক্রীড়া সম্পাদক হাসান আহমেদ বাবু, অর্থ সম্পাদক জয়দেব কুমার দে, দপ্তর সম্পাদক নুর আলম জিকু, জোবায়ের আহম্মেদ ও ডাঃ লিংকন হোসেন কে কার্যকরী সদস্য করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি