ডন ডেস্ক:-
কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ রনি (২০) ও ওহিদুল ইসলাম (২১) নামের দুইজন আটক হয়েছে। রবিবার (২১ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের আসরাফ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়৷ পুলিশ জানায়, কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীনের নেতৃত্বে এসআই অরুণ কুমার, এএস আই আশরাফুল ইসলাম সহ ডিবির একটি চৌকস অভিযানিক দল দৌলতপুর
গাছের দিয়াড় এলাকায় কয়েকজন অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।এসময় তাদের দেহ তল্লাশি করে একজনের কোমরে গোঁজা দুই রাউন্ড গুলি সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন ভেড়ামারা উপজেলার দোলুয়া গ্রামের আসমোত আলীর ছেলে রনি ও একই এলাকার জোয়াদ আলীর ছেলে ওহিদুল ইসলাম। এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজন ব্যাক্তিতে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।