নিজেস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর ইটভাটা বাজারের উপর এস এম মোজাহার আলী মন্টু নামের একজন ভূয়া ডাক্তারের সন্ধান পাওয়া গেছে। সরজমিনে গিয়ে দেখা যায় মোজাহার আলী মন্টুর কোন ডিগ্রী নেই অথচ তিনি সরকারের সকল আইনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তিনি তার ব্যাবহৃত প্যাড ও ভিজিটিং কার্ডের উপর তার নামের সাথে ডাঃ উল্লেখ করছেন। সেই সাথে তার ব্যাবহৃত প্যাড ও ভিজিটিং কার্ডের উপর আর এম পি ( ঢাকা) ও জেনারেল প্রাকটিশনার লিখে রেখেছেন। এগুলোর কাগজ দেখতে চাইলেও তিনি তা দেখাতে পারেন নি। ডাক্তারের পাশাপাশি তিনি কবিরাজিউ করেন বলে জানা গেছে। তিনি সব ধরনের রোগের চিকিৎসা দেন বলে মধুপুরের সাধারণ মানুষ উল্লেখ করেন।ভূয়া ডাঃ মোজাহার আলী মন্টু বিগত ২৫ বছর ধরে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে চলেছেন। এছাড়াও তিনি ভন্ড কবিরাজ সেজে তার থেকে চিকিৎসা নিতে আসা মহিলা রোগীদের জ্বীনের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে রোগীদের অসহায় করে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। ভূয়া ডাক্তার মোজাহার আলী মন্টুর কাছে তার লেখাপড়া বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন আমি আন্ডার ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া করেছি আর এস,এস, সি থেকে শুরু করে মাষ্টার্স পাশের সার্টিফিকেট একজনকে ২০০০ টাকা দিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ম্যানেজ করেছি। সার্টিফিকেট গুলো সাংবাদিকরা দেখতে চাইলে তিনি বলেন আমি ইন্ডিয়াই চিকিৎসা নিতে যাওয়ার সময় আমার সার্টিফিকেট সহ ব্যাগ চুরি হয়ে গেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি