নিজ সংবাদ:-
কুষ্টিয়ায় র্যাবের হাতে অপহরনকারী গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্র উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার কুমারখালী থানাধীন চড়াইকোল এলাকা হতে অপহরণকারী আসামী গোলাম আজমকে গ্রেফতার করে এবং জিম্মায় থাকা অপহৃত স্কুল ছাত্র মাসুম মোল্লা রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট ঢাকার সাভার এলাকা হতে স্কুল ছাত্র মোঃ মাসুম মোল্লা রিপন (১২), পিতা- মোঃ কুদ্দুছ মোল্লা, সাং-দক্ষিন কাটপট্টি আলিয়া মাদ্রাসা সংলগ্ন, থানা-সাভার, জেলা-ঢাকা নিখোঁজ হয়। নিখোঁজের পর স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে ঢাকা জেলার সাভার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন, যাহার মামলা নং-১০৫, তারিখ ২৯-০৮-২০২২খ্রিঃ, ধারাঃ-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী/২০০৩) এর-৭। অপহরণকারী মোঃ গোলাম আজম (৪৫), পিতা-মৃত এসএম গোলাম সরোয়ার, সাং-দেবনগর, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়া অপহৃত স্কুল ছাত্রের বাবার মোবাইল ফোনে ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। ফলশ্র“তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ভিকটিম উদ্ধারের জন্য ব্যাপক অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার কুমারখালী থানাধীন চড়াইকোল এলাকা হতে অপহরণকারী আসামী গোলাম আজমকে গ্রেফতার করে এবং জিম্মায় থাকা অপহৃত স্কুল ছাত্র মাসুম মোল্লা রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত স্কুল ছাত্র এবং গ্রেফতারকৃত আসামীকে ঢাকা জেলার সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি