ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় দ্রুতগামী দু’টি মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তিন কিশোর নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোর। আজ শুক্রবাররাত পৌনে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা হলেন চৌড়হাস এলাকার সলকের ছেলে জুয়েল (২২), রাহুল (২২), ফারুক (২৪), আহত হলেন বাদশার ছেলে বিপ্লব (২০), বারখাদা জুগিয়া। এবিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, রাত পৌনে ৯টার দিকে ঝিনাইদহ অভিমুখ থেকে ছেড়ে আসা দুই মটর সাইকেলযোগে ৪ কিশোর বেপরোয়া গতিতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল আনসার ক্যাম্প এলাকায় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে তারা। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো এক কিশোর। অফিসার ইনচার্জ আরো জানান,মুলত বেপরোয়াগতিতে মটর সাইকেল চালানোর কারনেই দুর্ঘটনার শিকার হয় তারা।