নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া পৌর১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর ও পশ্চিম মজমপুর এলাকাতে মাদকের দেখা যায় উঠতি বয়সী যুবকদের রাত যত গভীস্বর্গরাজ্য গড়ে ওটেছে। পৌর ১৮নং ওয়ার্ডের প্রতিটা হলিগলিতে যেন হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, এ মাদকের ভয়াল রুপ গ্রাস করছে উঠতি বয়সের কিশোর ও যুবসমাজকে, সন্ধ্যা নামলেই ঘোরাফেরা করতের হয় মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের শুরু হয়ে যায় রমরমা ব্যবসা, ইয়াবাহ,ফেন্সিডিল,টেপেন্ডা ও গাজাসহ বিভিন্ন মাদক। এত সহজে মাদক পাওয়ার কারনে ধীরে ধীরে মাদকের প্রতি ঝুকে পড়ছে কিশোর ও যুবসমাজ। এই ওয়ার্ডের প্রতিটা অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিন্তিত কখন যেন তাদের সন্তানরা মরণ নেশা মাদকের প্রতি আকৃস্ট হয়ে পরে। এসমস্ত এলাকার অধিকাংশ মাদক বিক্রেতা যুবক ও কিশোররা, যা এসব মাদক বিক্রে তারা প্রশাসনের তালিকা ভুক্ত নহে। এই সুযোগটাই তারা কাজে লাগিয়ে প্রশাসনের অন্তরালে বিভিন্ন স্পটে মাদকের রমরমা ব্যবসা করে চলছে। এরা অধিকাংশ উর্তি বয়সী নিজেরা মাদক সেবন করে এবং ১৮ নং ওয়ার্ডের প্রতিটা হলিগলিতে মাদকের ভয়াল থাবাতে কিশোর ও যুবকদের গ্রাস করছে। সন্ধ্যা হলেই এসব এলাকার মাদক বিক্রেতাদের আনাগোনা বেড়ে যায়।মাদক বিক্রেতারা মাদক সেবনের জন্য উপযুক্ত স্তান হিসেবে বেছেনেয় বিভিন্ন পরিত্যক্ত বাড়ী,গোরস্তান ও আশেপাশের ঝোপঝার। এদের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়। কারন এসব মাদক বিক্রেতার মাথার উপর ছায়া হয়ে আছে রাজনৈতিক নেতাবৃন্দ। ১৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন এসব মাদক বিক্রেতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে, যেন প্রতিটা যুবক এই মরণ নেশা মাদকের থাবা থেকে মুক্ত পায়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি