ডন ডেস্ক:-
আজ সকাল ১১টায় ইসলামিয়া কলেজ মিলনায়তনে, অধ্যক্ষ নওয়াব আলীর শেষ কর্ম দিবস উপলক্ষে তার বিদায় সম্বর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ শামসুর রহমান বাবু। অধ্যক্ষ নোয়াব আলী ১৯৯০সালের ১৪ ই জানুয়ারি পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ৪,ই জুন ২০১১সালে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। আজকে ছিল তার শেষ কর্মদিবস, এই উপলক্ষে কলেজের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ হাবিবুল ইসলাম, বিশেষ অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন মৃধা,ইংরেজি বিভাগের রুবানা ইয়াসমিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া ফারজানা, ব্যবস্থাপনা বিভাগের শেখ আশরাফ উদ্দিন রনি,শিক্ষক পরিষদের সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মোসাম্মদ পারভীন আক্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোঃ এমদাদুল ইসলাম জোয়ারদার,সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠান সন্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ স্বপন আলী।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি