মনোয়ার হোসেন মারুফ:-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের অন্তর্গত পাটুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুল হক এর বিরুদ্ধে বিদ্যালয়ে প্রায়শঃই অনুপস্থিত থাকার অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিকার চেয়ে আজ মঙ্গলবার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের নিকট গণপিটিশন দাখিল করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। পিটিশন পর্যালোচনায় জানা যায় যে, উক্ত প্রধান শিক্ষক নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। অভিভাবকরা তাদের পর্যবেক্ষণে জানতে পারেন যে, তিনি ফিঙ্গার মেশিনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়ে প্রায় প্রতিদিনই বিদ্যালয় ত্যাগ করে বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়িতে অথবা ব্যক্তিগত প্রয়োজনে অন্যত্র অবস্থান করেন। অভিভাবকগণ বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণকে অবহিত করেন। গণপিটিশনে স্বাক্ষরকারী অভিভাকগণ আরো জানান, বিদ্যালয়ে সংরক্ষিত মুভমেন্ট রেজিষ্টারে সময় ও তারিখ এবং মুভমেন্টের কারন এর ঘর ফাঁকা রেখে বিদ্যালয় চলাকালীন সময়ে অন্যত্র গমনাগমন করে আসছেন তিনি।ইতিপূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণকে বিষয়টি অবহিত করেও কোন সুফল মেলেনি। কোমলমতি শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পাঠদান নিশ্চিতকরণে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এহেন দায়ীত্বে অবহেলা বিদ্যালয় পরিচালনা ও প্রকৃত শিক্ষা অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করেছে। এমতাবস্থায়, উপর্যুক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আজ এই গণপিটিশন দাখিল করেন অভিভাকগণ।