ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং টিমের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৃচন্দন মন্ডল ও ডিএসআই সুলতানা রেবেকা নাসরিন নেতৃত্ব দেন। অভিযানে ভোক্তা অধিকার রক্ষা না করায়, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখায়, দুষিত ক্যামিক্যাল ব্যবহার করায়, লাইসেন্স না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন আভিযানিক কর্মকর্তাগণ। এসময় কুচিয়ামোড়া মদীনা বেকারি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
নতৃনহাটে নযন ট্রেডার্সকে ১০ হাজার, কাজল ফার্মেসিকে ৪ হাজার এবং কুচিয়ামোড়া অপরুপা কসমেটিকস এর দোকান মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার বাজার মনিটরিং টিম। এছাড়া অভিযানে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ অতঃপর বিনষ্ট করা হয়।