নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া মিরপুর উপজেলার কবর বাড়ী নিহত জুয়েলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আত্নহত্যা নয়, হত্যা বলে প্রমাণিত হয়েছে। এমন দাবীর প্রেক্ষিতে নিহত জুয়েলের পরিবার হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতার ও তদন্তপর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে গতকাল বারোই পাড়া ইউনিয়নে কবর বাড়ীতে পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য নিহত জুয়েল, ছের আলীর ছেলে। গত ইং- ০৩/০৬/২০২২ তারিখে বিকাল আনুমানিক ০৪ ঘটিকার সময় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। তারপর ০৪/০৬/২০২২ তারিখে নিহত জুয়েলের বাসা থেকে ৩০০ গজ পূর্ব দিকে মধ্য মাঠ নামক স্থানে সকাল আনুমানিক ০৮ ঘটিকার সময় লোক মুখে শুনে একটা লাশ পরে আছে। তারপর এলাকাবাসী ও পরিবারের মানুষ গিয়ে চিহ্নিত করে এটি জুয়েল। তারপর পুলিশ ও স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানরা পাশে বিষাক্ত গ্যাস টেবলেট পরে থাকায় প্রাথমিক ভাবে ধারানা করে এটা আত্নহত্যা। কিন্তু পরর্বতীতে ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্টে অনুযায়ী জানা যায় এটা বিষক্রিয়াতে আত্নহত্যা নয়। প্রকৃতিকারণ নির্ণয় করা সম্ভব হয় নি বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। উল্লেখ্য ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট পারিবারের হাতে আসার পরে তারা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতে মামলা করেছে। যা তদন্তাধীন আছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি