স্টাফ রিপোর্টার:-
জমি নিয়ে বিরোধের জেরে কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষক রজব আলীকে কুপিয়ে হত্যার দায়ে আনোয়ার হোসেন(৪১) নামের একজনকে যাবজ্জীবন অপর দুই আসামীকে ২ বছর ও ৪ বছর করে সশ্রম কারাদন্ড ও প্রত্যেকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদানের আদেশ দেন আদালত। আজ সকালের দিকে কুষ্টিয়ার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম দুইজন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় যাবজ্জীবন দন্ড প্রাপ্ত আসামী আনোয়ার পলাতক আছে। এই মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় তিন আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী আনোয়ার হোসেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফকিরাবাদ গ্রামের মো. ফারুক হোসেনে ছেলে। ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত কনক আনোয়ারের ছোট ভাই। এবং ৪ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী রফিক একই এলাকার শরিউদ্দিনে ছেলে। আদালতের মামলা সূত্রে জানা যায়,কুষ্টিয়ার ভেড়ারামা উপজেলার ফকিরাবাদ গ্রামের রজব আলীর সাথে জমির সীমানা নিয়ে প্রতিবেশি ফারুক হোসেনের বিবাদ চলছিলো। সীমানা নির্ধারনের জন্য ২০১০ সালের ১৯ মে বিবাদকৃত জমি মাপামাপির কাজ চলেছিলো। জমি মাপার এক পর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রজব আলীকে হত্যা করে। এই ঘটনায় ওই দিনই নিহতের ভাই ইদবার মন্ডল বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ২০১০ সালের ২৭ ডিসেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে মামলার এই রায় ঘোষনা করেন আদালত।