নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে সকলের প্রিয় শিক্ষক আনোয়ার আজম সরকারের নামাজে জানাযায় জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ইবি’র সাবেক ট্রেজারার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক সাইদুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী, জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতে খাইরুল আলমসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের চোখের জলে বিদায় নিলেন প্রিয় শিক্ষক আনোয়ার আজম সরকার । প্রাক্তন শিক্ষার্থী শান্তা উচ্চ শিক্ষার জন্য পাঞ্জাবের পাতিয়ালায় অধ্যয়নরত। সেখান থেকে দিল্লি হয়ে চেন্নাই যেয়ে প্রিয় শিক্ষকের লাশ গ্রহন এবং দেশে আানার সকল ব্যবস্থা গ্রহন করায় সবার পক্ষ থেকে এই গুণী শিক্ষার্থীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। এ থেকে প্রমাণ হয় আনোয়ার আজম স্যার ছাত্রীদের একদিকে মানবিক শিক্ষা দিয়েছেন পাশাপাশি সকল পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রস্তুত করেছেন।