ডন ডেস্ক:-
আসন্ন ১৭ই অক্টোবর সোমবার কুষ্টিয়া জেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান (আনারস মার্কা)প্রতীক এর পক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার সময় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা চাপড়া ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। নির্বাচনী মতবিনিময় সভার বক্তরা তাদের বক্তব্যে উপস্হিত ভোটারদের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরেন এবং আনারস মার্কার প্রতীকে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খানকে বিজয়ী করার লক্ষে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন। সকালে চাপড়া ইউনিয়ন পরিষদে এসে পৌঁছালে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান চাপড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ এনামুল হক মনজু ও মেম্বারগন।