নিজস্ব প্রতিবেদক:-
সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম সদস্য কুষ্টিয়ার কৃতি সন্তান নিলুফা ইয়াসমিন নীলা কে কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেলা ১২ টায় শেখ কামাল ইসটুডিয়ামের কুষ্টিয়া সুইমিং ক্লাবের কনফারেন্স রুমে সংবর্ধনা দেয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সহ সভাপতি ও কুষ্টিয়া ডি এফ এর নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শামসুন্নাহার আলো, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু। এ সময় বিভিন্ন সংস্থার নেতা কর্মীরা নীলাকে ফুল দিয়ে সংবর্ধনা দেন । এ সময় বক্তারা বলেন নীলার জন্য আমরা কুষ্টিয়াবাসী গর্বিত নীলার সার্বিক সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন সবসময় তার পাশে থাকবে। এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি