ডন ডেস্ক:-
আজচৌড়হাস হাইওয়ে থানা কর্তৃক আয়োজিত কমিউনিটি ও বিট পুলিশং এর মাধ্যমে মত বিনিময় করেন জনাব মোঃ মাহবুবুল আলম পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিওন ফরিদপুর মহোদয়। তার আগে তিনি চৌড়হাস হাইওয়ে থানার নবনির্মিত থানাভবন পরিদর্শন করেন এবং থানার পুকুরে মাছ অবমুক্ত করেন।দু'টি বৃক্ষরোপণ করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী আহমেদ হাশমী সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল, যশোর মহোদয় সহ স্থানীয় চেয়ারম্যান মেম্বার, জেলা পরিষদের সদস্য,সুশীল সমাজ, বাস মিনিবাস ট্রাক মালিক সমিতির সভাপতি সম্পাদক গন। উক্ত সভাতে সভাপতিত্ব করি আমি দেবব্রত রায়, অফিসার ইনচার্জ চৌড়হাস হাইওয়ে থানা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি