নিজস্ব প্রতিবেদক:-
সারাদেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলা অডিটোরিয়াম মাঠে এসিআই সোনালীকা ট্রাক্টরের বার্ষিক সার্ভিসিং ক্যাম্পেইন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন কৃষি মৌসুমের চাহিদা অনুযায়ী ট্রাক্টর প্রস্তুত নিশ্চিত করণের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত ২৭টা ট্রাক্টর বিনামুল্যে সার্ভিসিং ও ৫টা নতুন ট্রাক্টর ডেলিভারী প্রদান করা হয়েছে। গ্রাহকদের প্রশ্নের আলোকে বিভিন্ন তথ্য ও পরামর্শ দেন এসিআই কোম্পানির এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতিয়ার রহমান। তিনি বলেন, ২০০৭ সাল থেকে এসিআই মটরস বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে প্রধান ভূমিকা পালন করছে। এসিআই মটরস ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ কৃষি জমি চাষ হচ্ছে। বর্তমানে সোনালীকা ট্রাক্টরের গ্রাহক সংখ্যা ২৩০০০। সোনালীকা ট্রাক্টরের গ্রাহকদের এই মিলন মেলায় এসিআই সোনালীকা ট্রাক্টরের সিনিয়র এরিয়া ম্যানেজার রফিকুল করীম ও সিনিয়র টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান,কুষ্টিয়ার টেরিটরি ম্যানেজার শামীম হোসেন, সার্ভিস ইঞ্জিনিয়ার অপু সাহাসহ ট্রাক্টর মালিক, ড্রাইভার ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ক্যাম্পেইনে ছিল গ্রাহকদের জন্য ফ্রী স্বাস্থ্য পরীক্ষা, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মতবিনিময় পর্ব শেষে গ্রাহকদের সুবিধা বৃদ্ধি, সোনালীকা ট্রাক্টরের নতুন ৫ বছরের ওয়্যারেন্টি পলিসি ও গ্রাহকদের যথাসময়ে তথ্য ও সার্ভিস সুবিধার্থে "সমৃদ্ধি "অ্যাপ ও বিভিন্ন পণ্যের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। ট্রাক্টরের অগ্রীম বুকি,গেম শো ও গ্রাহক ফিডব্যাকের ভিত্তিতে ছিল স্মার্ট ফোনসহ বিভিন্ন পুরষ্কার।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি