নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া পোস্ট অফিসের সামনে হাসপাতাল রোডে অবস্থিত ল্যাব কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাঃ সজীবুল হকের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ উঠেছে তার প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন ও মার্কেটিং এর অসুবিধা হওয়ায় তার ল্যাব কেয়ার এর পাশে অবস্থিত নার্সারির গাছ কর্তন করেছে । এ কর্মকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই নার্সারির মালিক স,ম,লাভলু। তিনি দীর্ঘদিন যাবত সুনামের সাথে ওই নার্সারিতে বিভিন্ন নামিদামি প্রজাতির গাছ বিক্রি করে আসছেন। কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে তার কাছ থেকে বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে থাকেন ক্রেতারা। নার্সারিতে থাকা অনেক নামিদামি গাছ কর্তন করেছে তাতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভুক্তভোগী জানান। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন ডাঃ সজীবুল হক কে এক নাম্বার আসামি করে অজ্ঞাত আর ও ৫-৬ জন জড়িত মর্মে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী বলেন রাতে আমার নার্সারির গাছ এই ডাক্তার ও তার গুন্ডাবাহিনী দিয়ে কর্তন করেছে। আমার বিভিন্ন জায়গায় অর্ডারি গাজগুলো কর্তন করেছে। আমি তার প্রতিষ্ঠানের সিসি ফুটেজ চাইতে গেলে সে সিসি ফুটেজ গুলো ডিলেট করে দেয়। সি সি ফুটেজে স্পষ্টভাবে উঠে আসবে তার নির্দেশে তার গুন্ডাবাহিনী দিয়ে এ নার্সারির গাছ কর্তন করা হয়েছে। সে কারণেই সে সিসি ফুটেজ ডিলিট করে দিয়েছে। এবং উল্টো আরো হুমকি দিচ্ছে । আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেখানে মাননীয় প্রধানমন্ত্রী গাছ রোপন করার কথা বলছেন আমি সেখানে এই নার্সারি মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছ সরবরাহ করে থাকি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর এটাই আমার একমাত্র রুটি রুজির ব্যবস্থা । সেখানে ডাঃ সজীবুল হক তার ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের স্বার্থে আমার গাছ করতেন করেছে যা অমানবিক ও নিষ্ঠুরতা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে ল্যাব কেয়ারের চেয়ারম্যান ডাঃ সজীবুল এর সাথে কথা হলে তিনি বলেন আমি দুটি গাছ কেটেছি সম্পূর্ণ গাছ আমি কাটি নাই সি সি ফুটেজ কেন ডিলিট করলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সৎ উত্তর দিতে পারেন নাই। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অভিযোগের তদন্ত অফিসার এসআই সেলিম জাহাঙ্গীরের সাথে কথা হলে তিনি বলেন ডঃ সজীবুল হকের সাথে এ বিষয় নিয়ে কথা বলেছি তিনি দুটি গাছ কেটেছেন বলে স্বীকার করেছেন সম্পূর্ণ গাছ তিনি কাটেন নাই বলে জানান।