নিউজ ডেক্স:-
কুষ্টিয়া শহরের চিকিৎসার প্রানকেন্দ্র হাসপাতাল মোড়ে অবস্থিত আমিন স্পেশালাইজড হসপিটালে জামাত পরিবারের ভূয়া পরিচয়ধারী এমবিবিএস ডাক্তার বিপ্লব হোসাইনের নামে উঠেছে নারী কেলেঙ্কারির অভিযোগ। এ অভিযোগের ভিত্তিতে ভূয়া এমবিবিএস ডাক্তার বিপ্লবের মুঠোফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাওয়া হলে বিপ্লব পরিচয় দেই ও বলে আমি এমবিবিএস ডাক্তার। সাংবাদিক প্রশ্ন করে আপনি (বিপ্লব)কোন মেডিকেল হতে কত সালে বের হয়েছেন?কত ব্যাচের? কত বিসিএসের?ভুয়া ডাক্তার এমবিবিএস পরিচয়ধারী, বিপ্লব তখন সদুত্তর না দিতে পেরে বলে চেম্বারে আছি আপনি পরে যোগাযোগ করেন। এদিকে নার্সদের সাথে অনৈতিক প্রস্তাব দেয়া ও অনৈতিক সম্পর্কের বিষয়ে আমিন স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র ডাক্তার ও পার্টনারশীপ ডাক্তার
মোস্তাজিদ লোটাস - কে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে , ডাক্তার মোস্তানজিদ লোটাস বলে , বিপ্লব বিএমডিসির নিবন্ধিত ডাক্তার। বিপ্লব এমবিবিএস ডাক্তার না,আমাদের হসপিটালে বিপ্লবকে এমবিবিএস হিসেবে নিয়োগ দেয়া হয়নি। যদি সে এ টাইপের পরিচয় দিয়ে থাকে কোথাও তাহলে বিপ্লব ভুয়া পরিচয় দিয়েছে,হয়তো তারসাথে যেকোনো ব্যক্তিস্বার্থে বিষয় থাকতে পারে। সাংবাদিকরা আরো প্রশ্ন করেন ডাক্তার মোস্তানজিদ লোটাস কে- আপনার আমিন স্পেশালাইজড হসপিটালে বিপ্লব নামের ছেলেটির একটি অনৈতিক ও মেয়ে কেলেংকারীর অভিযোগ উঠেছে, এ বিষয়ে আপনারকি কোনো কিছু জানা আছে? তখন ডাঃ লোটাস বলেন, আমি শুনেছি বিভিন্ন মাধ্যমে আমার হসপিটালের এক স্টাফ/নার্স-এর সাথে হসপিটালের স্টাফ বিপ্লব নামের ছেলেটির অনৈতিক সম্পর্ক হয়েছে,তার মানে এইনা যে,আমি সবার ভিতরের খবর জানতে পারবো!এছাড়া আমি কিছুই জানিনা।এদিকে ভুক্তভোগী নার্স, নাম প্রকাশে অনিচ্ছুক আমিন স্পেশালাইজড হসপিটালের সাবেক এক নার্স বলেন , বিপ্লব আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে আমার সাথে সম্পর্ক গড়েছেন,এমবিবিএস ডাঃ পরিচয় দিয়েছে, আমার একটি সুন্দর সংসার ছিলো , আমাকে দিয়ে বিপ্লব আমার স্বামীকে তালাক প্রদান করিয়েছে , বিপ্লব আমাকে দিনের পর দিন নানান ভাবে ভয়ভীতি দেখিয়ে শারিরিক সম্পর্ক করে প্রতারনা করেছে। বিপ্লব যখন আমাকে সামাজিক ভাবে
স্বীকৃতি দেবার নাম করে দিনের পর দিন , সময় কালক্ষেপণ করছে , তখন আমি বিষয়টি আমাদের আমিন স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ম্যাডাম শাহানাজ পারভীন বিউটি ও ম্যানেজার আবুল কালাম আজাদ এদের প্রত্যেককেই ভূয়া এমবিবিএস ডাক্তার বিপ্লবের বিষয়টি অবগত করেছি কয়েক দফায়, (সেই নার্সের বক্তব্য)। হসপিটাল পরিচালক ম্যাডাম বিপ্লবকে বিষয়টি অবগত করার পর, বিপ্লব বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় উল্টা প্রাণনাশের ভয়ভীতি ও চাকরি হারানোর ভয় দেয় সেই ভুক্তভোগীকে। এদিকে বিপ্লব মোস্তানজিদ ডাক্তারের স্বরণাপন্ন হয় , মোস্তানজিদ ডাক্তার বিপ্লবকে আশ্বস্ত করে বলেন, বিপ্লব যে জা ই বলুক,জা ই করুক আমি বিষয়টি দেখছি,তুমি টেনশন করোনা(বিপ্লবের বক্তব্য)।ভূয়া এমবিবিএস ডাঃ পরিচয়দানকারী বিপ্লব তাদের মেডিকেল সার্ভিস রিলেটেড বিভিন্ন মহলে বলেছে, কুষ্টিয়ার সাংবাদিকরা কি করে দেখেনিবো! তাতেও সাংবাদিক মহল ভয় না পেয়ে উপযুক্ত তথ্য প্রমানাদির ভিত্তিতে একের পর এক বের করছেন আমিন স্পেশালাইজড হসপিটালের নামীয় ডাঃ বিপ্লবের নানান কু-কর্ম ও কু-কৃতি ডকুমেন্টস। এদিকে ভুয়া এমবিবিএস ডাক্তার পরিচয়ধারী বিপ্লব বিভিন্ন মহলে বুলি ছাড়ছেন, আমি ভূয়া ডাক্তার হলে আমিন স্পেশালাইজড হসপিটালের মত একটি প্রতিষ্ঠানে যায়গা হতোনা। ভুয়া এমবিবিএস ডাঃ পরিচয়দানকারী বিপ্লব বলেন, কুষ্টিয়ার কে কি করতে পারে আমিয়ো এর শেষ দেখবো, এ ঘটনার বিষয়ে হসপিটাল পরিচালক শাহানাজ পারভীন বিউটি ও ভূয়া এমবিবিএস ডাঃ পরিচয়ধারী বিপ্লব- এদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে হসপিটাল পরিচালক শাহনাজ পারভীন বলেন,আমরা বিষয়টি শুনেছি,জা নিন্দনীয় ও অসামাজিক,হসপিটাল কর্তৃপক্ষ হতে বিপ্লবকে শতর্ক করে দেয়া হয়েছে ও বলা হয়েছে বিপ্লব সমস্যা সমাধান করেনাও,এতেও বিপ্লব বিষয়টি আমলে না নিয়ে উল্টাপাল্টা বাজে মন্তব্য ও বাজে কথা ছড়াচ্ছে সেই ভুক্তভোগীর নামে। এদিকে ভুয়া এমবিবিএস ডাঃ পরিচয়দানকারী বিপ্লবকে কল দিলে ফোন কল রিসিভ করার পর সাংবাদিক পরিচয় শোনে ফোন কেটে কেটে দেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি