কুষ্টিয়া প্রতিনিধি:-
কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্তের ত্রাস কুখ্যাত দস্যু মিঠুন আতঙ্কে দিন পার হচ্ছে সাধারণ মানুষের। বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতাধীন এমপির আর্শিবাদে মিঠুন হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসী। র্যাবের গাড়ি বোমা হামলা পুলিশের ওপর হামলা শতাধিক ডাকাতি অস্ত্র ও মাদক চোরাচালীন সহ এমন কোন অভিযোগ নেই যা করে না মিঠুন। এরপরও কখনও প্রকাশ্যে কখনও আত্মগোপনে থেকে তার অপরাধের সাম্রাজ্য চালাচ্ছে মিঠুন। জানা যায়, ভারত লাগানো সীমান্তবর্তী গ্রামগুলোর ত্রাস মিঠুনের বাড়ি দৌলতপুর উপজেলার নতুন বাগোয়ান গ্রামে। দৌলতপুরের প্রাগপুর, বাগোয়ান ও আদাবাড়ি মাঠে ছিনতাই ডাকাতি করে মিঠুন। এলাকার সাধারণ মানুষ জানায়, জাফর ইকবাল মিঠুনের ভয়ে মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। ১৫ দিন আগে প্রাগপুর মাঠে একটি মটর সাইকেল ছিনতাই হয়। এলাকাবাসীর অভিযোগ মিঠুন ওই মটর সাইকেল ছিনতাই চক্রের মূলহোতা। ২০০৫ সালে আদাবাড়ি এলাকায় র্যাবের গাড়িতে বোমা হামলা চালায় মিঠুন। এরপর র্যাবের অভিযানে তৎকালীন বিএনপি দলীয় সাংসদের আর্শিবাদে দেশ ছেড়ে পালিয়ে যান। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থেকে আবার ফিরে আসে দেশে। এরপর তেকালা বিলগাথুয়া এলাকার বিপথগামী যুবকদের সাথে নিয়ে শুরু করে নতুন করে বাহিনী। সীমান্তেও ওপার থেকে বিদেশ করে পশ্চিমবঙ্গের হৃদয়পুর, করিমপুর এলাকা থেকে ফেন্সিডিল এবং বিদেশী পিস্তল নিয়ে এসে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। ঢাকার গাংচিল বাহিনী সহ একাধিক বাহিনীর সাথে সখ্যতা আছে মিঠুনের। অপরাধের স্বর্গ রাজ্য তৈরী করলেও তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় সকল শ্রেণী পেশার মানুষ। গত ৩ মাস আগে ডাংমড়কা বাজারে দৌলতপুর থানার সাব ইন্সপেক্টর আশরাফের ওপর হামলা করে মিঠুন। সম্প্রতি মিঠুনের সেকেন্ড ইন কমান্ড কমল নিজ বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে সেখানে বোমা বিস্ফোরণ ঘটে। একের এক অপরাধ করলেও তার টিকে টুকু ছুতে পারছেনা না প্রশাসন। সর্বশেষ শনিবার আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সারের ওপর হামলা করে সন্ত্রাসী মিঠুন বাহিনী।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি