স্টার্ফ রিপোর্টার:-
সেরা করদাতার সম্মাননা পেয়েছেন কু্ষ্টিয়া ও ঝিনাইদহ আসনের সাবেক মহিলা এমপি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অন্যতম সহ-সভাপতি লায়লা আরজুমান বানু ও বিশিষ্ট শিল্পপতি মরহুম আনোয়ার ইউসুফের পুত্র মো. জহরুল ইউসুফ। দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে এ সম্মাননা প্রদান করে কর অঞ্চল-খুলনা। বুধবার (২৮ডিসেম্বর ) সকাল ১১টায় খুলনা সরকারী মহিলা কলেজ অডিটোরিয়ামে সেরা করদাতা সম্মাননা প্রদান ২০২১-২০২২ অনুষ্ঠানে মো. জহরুল ইউসুফের হাতে এ সম্মাননা তুলে দেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও কর কমিশনার, কর অঞ্চল-খুলনা মো. সিরাজুল করিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কর কমিশনার কর অঞ্চল -খুলনা মো. সিরাজুল করিম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শফিকুল ইসলাম আকন্দ, টি এম জাকির হোসেন, আ.স.ম ওয়াহিদুজ্জাম,মুহম্মদ জাকির হোসেন,শরীফ আতিয়ার রহমান প্রমুখ। পুরস্কার গ্রহন শেষে মো. জহরুল ইউসুফ বলেন, নিয়মিত কর দিয়েছি।ফলে করদাতার সম্মননা পেলাম। কর দেয়ার কারণে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পাচ্ছি, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আনন্দের। দেশের উন্নয়নের স্বার্থে কর দিচ্ছি। কর দিতে ভালো লাগে। কর দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে। দেশের উন্নয়নে আমি ভূমিকা রাখতে পারছি এটাই ভালো লাগে। দেশের উন্নয়নের সার্থে বিত্তবানদের কর দেয়া উচিত। কর দেয়া একটি গৌরবের বিষয়। এতে সামাজি মর্যাদা বাড়ে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি