নিজস্ব প্রতিবেদক:-
বার বার তফশীল পেছানোর পর বৃহস্পতিবার(১৯) জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাংখিত ও উদ্বেগের নির্বাচন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন কে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদকচোরাচালান চক্রের গডফাদারদের মটরসাইকেল শোডাউন দেখে অভিভাবকবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। এই নির্বাচনে প্রিজাইজিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন দৌলতপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। জানা গেছে, ৪ জন পুরুষ ও ১টি মহিলা সদস্যসহ ৫ টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ জন অভিবাবক। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৫৫ জন অভিভাবক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়াগ করবেন। এরপূর্বে বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনের দিন ধার্য ছিল ১৬ অক্টোবর-২০২২। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ কামাল হোসেন। গত ১৩ অক্টোবর ৮৪২ নং পত্রে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল জব্বার। এই আদেশের প্রেক্ষিতে এ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম জি মোস্তফা উচ্চ আদালতে একটি রিট পিটিসন দায়ের করেন। যার নং ১২২৫০/২২। গত ২০ নভেম্বর’২২ বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আক্তারুজ্জামানের বেঞ্চে দীর্ঘ শুনানীনান্তে ২ মাসের জন্য উপজেলা নির্বাহী অফিসারের আদেশ কে “স্টেইড” ঘোষণা করা হয়। উচ্চ আদালতের এই আদেশ মোতাবেক গত ২৭ ডিসেম্বর’২২ পুনরায় তফশীল প্রকাশিত হয়। ম্যানেজিং কমিটির নির্বাচন কে কেন্দ্র করে সিমান্তবর্তী এলাকায় আধিপত্য বিস্তার করছে বলে স্থানীয়রা জানান। স্থানীয় সূত্র জানায়, নিরাপত্তা চেয়ে দৌলতপুর থানায় সাধারন ডায়েরী করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিউল ইসলাম। যার নং ৩৭ তা ১/১০/২২ ইং। কমিটি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে হাসিবুল ইসলাম শান্ত নামে এক অভিভাবক কে অপহরণ ও হত্যার চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। এ বিষয়ে দৌলতপুর থানার মামলা নং দৌলতপুর জি আর ৯/২৩। জাহাঙ্গীর আলম নামে একজন সদস্য পদপ্রার্থী বলেন, অভিভাবকবৃন্দের সাথে গণসংযোগ চলমান রয়েছে। সকলের ভালবাসায় আমি বিজয়ী হব। ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচনে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় জনসাধারন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি