ডন ডেস্ক:-
কুষ্টিয়া খোকসা থানা পুলিশের অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, ও দেশীয় হাসুয়া সহ সুবহান (৩৫) ও আসিফ (২৯) নামের দুইজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে৷ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বেলা আনুমানিক সাড়ে ১২ টার সময় খোকসা পাতিলডাঙ্গি পল্লী বিদ্যুতের উপস্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাধুপাড়া এলাকার রহমানের ছেলে সুবহান (৩৫)ও খোকসা হিজলাবট এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আসিফ (২৯)।
পুলিশ সুত্রে জানা যায়, একদল সন্ত্রাসী অবৈধ বিদেশী অস্ত্র সহ পাতিলডাঙ্গি এলাকায় ঘুরাফেরা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে খোকসা থানার একটি চোকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে দুইটি বিদেশী পিস্তল, দুই রাইন্ড গুলি, দুইটি ম্যাগজিন ও দেশীয় অস্ত্র হাসুয়া সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদেশী পিস্তল,গুলি ও দেশীয় অস্ত্র সহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে৷ আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি