নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ার জগতিতে অনলাইন কুষ্টিয়ার সকাল পত্রিকা ও কেএসটিভির কার্যালয় উদ্বোধন করা হয়। সেই সাথে দৈনিক আরশীনগর, দৈনিক পদ্মা গড়াই ও আজাদী কন্ঠ পত্রিকার প্রতিনিধি সম্রাট ইসলামের কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল সন্ধ্যায় এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার দপ্তর সম্পাদক ফিরোজ কায়সার, প্রচার সম্পাদক চাঁদ আলী, কুষ্টিয়া প্রেসক্লাব
(কেপিসি)’র দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, দৈনিক আরশীনগর পত্রিকার বার্তা সম্পাদক এইচএম
বেলাল, দৈনিক আজাদী কন্ঠ পত্রিকার সম্পাদক সাঈফ উদ্দিন আল আজাদ, দৈনিক একুশে সংবাদের কুষ্টিয়া প্রতিনিধি আখতারুননবী মনা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সদস্য সাংবাদিক সম্রাট ইসলাম।