ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ভাটার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করে র্যাব। আটককৃত হলেন কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বোয়ালদহ গ্রামের মোঃ ইউনুস মন্ডল ছেলে মো. রশিদুল ইসলাম। র্যাব সূত্র জানায় কুষ্টিয়ায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন ভাটার মাঠ এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রশিদুল ইসলাম(৪০)কে গ্রেফতার করে র্যাব।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মডেল থানায় হস্তান্তর করে র্যাব-12।