ডন ডেস্ক:-
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নে নওদা খাদিমপুর চরে মান্নান মুন্সি ও রকির নেতৃত্বে নদীর কুলে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব চলছে। মান্নান মুন্সী ও রকির অবাধে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তোলন কারণে নদীর কুলের রাস্তা, বাঁধ, ফসলি জমি, এবং ঘরবাড়ি হুমকিতে পড়েছে। খোঁজ নিয়ে দেখা যায় দিয়ে নদী তীরবর্তী মাটি, বালি ও নদীর ধারে ফসলি জমির মাটি তারা কেটে ড্রামট্রাকে ও টলিতে করে ইটের ভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রি করছে৭। বিদ্যমান পরিস্হিতিতে বালির ঘাটে ড্রাম ট্রাক, ট্রাক্টর,টলির সারিবদ্ধভাবে আনা -নেওয়ার লম্বা লাইন দেখে যে কারো মনে হবে যেন অবৈধ্যভাবে মাটি ও বালু উত্তোলনের মহা উৎসব চলছে।মাটি ও বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ধসের সৃষ্টি হয়েছে। ফলে যেকোনও সময় নদীর ধারের বাড়ি ও রাস্তা ধসে যাওয়ার আশঙ্কা করচে বহলবাড়ি ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামবাসী। নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক নদীর তীরবর্তী বাসিন্দারা জানান, সারা দিনরাত বড় বড় ড্রাম ট্রাকে ও অবৈধ টলিতে মাটিও বালু পরিবহন করায় গ্রামীণ সড়কগুলো ধসে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। আবার মাটি তোলার কারণে নদের তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ঘর হুমকির মুখে। তারা আরও বলেন, অবৈধ অনেক বালু ঘাট পরিচালন কারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহন করলেও মান্নান মুন্সী ও রকির মাটি ও বালির ঘাটের বিরুদ্ধে কোন আইন গত ব্যবস্থা গ্রহন না করায় ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এ ভাবে মাটি ও বালি কাটতে থাকলে আগামী ৬ মাসের মধ্যে নদীর পাশের ফসলি জমি, ভিটে ও বাড়িঘর,রাস্তা ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।