নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সিনিয়র সাংবাদিক মোহাঃ শাহ আলম রেজার সহধর্মিণী মরহুমা সাহেরা বেগমের তৃতীয় মৃত্যু বার্ষিকী আজ ২৮ ফেব্রুয়ারী সাংসদ মোহাঃ শাহ আলম রেজা নিজ বাসভবনে মরহুমার বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে বাদ যোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকালে বাদ আসর মরহুমা কবর জিয়ারত সহ কবরের পাশে কোরআন তেলওয়াত করবেন বাড়াদী জামেমসজিদ হাজী মোঃ ফজলুল করিম ইমাম সাহেব। দোয়া অনুষ্ঠানে উপস্হিত ছিলেন তাদের জামাই আরমান চৌধুরী সহ তার বড়োমেয়ে জান্নাতুল ফেরদৌস পায়েল সহ তার ছোট মেয়ে জিনিয়া আলম রিপা সহ তাদের একমাত্র ছেলে সালাউদ্দিন আলম সাহেদ। কুষ্টিয়া জজকোর্ট সিনিয়র আইনজীবী এ্যাড: আব্দুল বারী, এ্যাড: মো. রফিকুল ইসলাম সবুজ , এ্যাড মো. মনির, মো. সুরুজ, পলাশ, রজ্জু, মো. রন্জু, ও কুষ্টিয়া জেলা ট্রাফিক পুলিশের টি আই শাহ আলম, সহ অন্যান্য অফিসার বৃন্দ। এছাড়া মরহুমা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক ডন, দৈনিক আরশীনগর পত্রিকার বার্তা সম্পাদক এইস এম বেলাল সহ প্রতিবেশী আত্মীয় স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, দীর্ঘ দিন ক্যান্সারে চিকিৎসাধীন অবস্থায় থাকার অবশেষে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারী ইন্তেকাল করেছেন।
তিনি মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলেসহ অনেক গুনগাহি রেখে গেছেন।