নিজস্ব প্রতিনিধি:-
ডাকাতির প্রস্তুতিকালে দর্শনা থানা পুলিশের হাতে দুই জন গ্রেফতার হয়েছে। আটককৃতদের কাছে ১। ০২টি লোহার রডের কাটা অংশ, যার সামনের অংশ সুঁচালো, ২। ০১ টি লোহার তৈরি গাছি দা, ৩। ০২টি হাসুয়া, ৪। ০১টি লোহার তৈরি কাস্তে, ৫। ০১টি সুতার পাকানো দড়ি, ৬। ০১ সেট গাড়ির চাবিসহ একটি ব্লু রঙের ০৬ চাকাবিশিষ্ট পিকআপ, যার রেজিঃ নং-ঢাকা-ন ১৩-৮৬০৪ উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় এ, এইচ, এম লুৎফুল কবীর, অফিসার ইনচার্জ, দর্শনা থানার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) শেখ রকিবুল ইসলাম, এএসআই (নিঃ) কাজী বায়েজীদ সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটিকালে দর্শনা থানাধীন দোস্ত এলাকায় ৭/৮ জন রাস্তার উত্তর পার্শ্বে পিকআপ ট্রাক রেখে রাস্তার উভয় পার্শ্বে রশি দিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতিকালে দর্শনা থানাধীন দোস্ত স্কুলপাড়া গ্রামস্থ বাইতুল সালাম মসজিদ ও মাদ্রাসার সামনে দর্শনা হতে হিজলগাড়ী গামী পাকা রাস্তার উপর হতে অদ্য ০৬.০৩.২০২৩ খ্রিঃ তারিখ সময় রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকার সময় ধৃত আসামীদের ১। মো. তরিকুল ইসলাম (১৯), পিতা-মৃত সুন্নত আলী, সাং-চরবাখৈল, ২। মো. ইমরান আলী (১৯), পিতা-মো. সাত্তার আলী, সাং-কন্দপদিয়া, উভয় থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদের গ্রেফতার করা হয় ও পলাতক অজ্ঞাতনামা আসামীরা ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল হতে ১। ০২টি লোহার রডের কাটা অংশ, ২। ০১ টি লোহার তৈরি গাছি দা, ৩। ০২টি হাসুয়া, ৪। ০১টি লোহার তৈরি কাস্তে, ৫। ০১টি সুতার পাকানো দড়ি, ৬। ০১ সেট গাড়ির চাবিসহ একটি ব্লু রঙের ০৬ চাকা বিশিষ্ট পিকআপ উদ্ধার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।