ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়রদহ ইউনিয়ন পরিষদের সন্নিকটে গতকাল শুক্রবার রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মোঃ শামস উদ্দিন (৭২) নামের এক বয়োবৃদ্ধ ব্যক্তি গুরুতর আহত হয়ে ভেড়ামারা উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে জখমী শামসুদ্দিনের পক্ষে তার পুত্র মোঃ গিয়াস উদ্দিন বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ভুক্তভোগী, এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জনৈক শুকুর গাড়োয়ানের বাড়িতে অনুষ্ঠিত মিলাদ মাহফিল শেষে নিজ বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে, ৩ জন ব্যক্তি পরস্পর যোগসাজশে ও পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে। আসামী যদুর হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে শামসুদ্দিনের মাথায় আঘাত করতে গেলে শামসুদ্দিন সরে দাঁড়ালে হাসুয়ার কোপটি তার বাম চোয়ালে চোখের উপরে লেগে রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামী বদু ও তুষার তাদের হাতে থাকা লোহার রড ও বাটাম দিয়ে শামসুদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। জখমীর আর্ত চিৎকার শুনতে পেরে আশেপাশে থাকা লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসার সময় আসামিরা দ্রুত পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় আসামিরা জখমীকে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আহত অবস্থায় এলাকাবাসী শামসুদ্দিনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগে জখমী শামসুদ্দিনের বাম গালে ছয়টি সেলাই লাগে। এ ঘটনায় জুনিয়াদহ বাবু পাড়া এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আসামিদের বাড়ি জুনিয়াদহ কাচারিপাড়া এলাকায়। এই ঘটনার বিষয়ে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি