নিজস্ব প্রতিবেদক:-
কুষ্টিয়ায় মারুফা(২০) খাতুন নামে এক গৃহবধু কে যৌতুকের জন্য নির্যাতন করে জীবন প্রদীপ নিভিয়ে দিলেন পাষন্ড স্বামী। শনিবার বিকাল ৩ টার দিকে নির্যাতনের শিকার ঐ গৃহবধুর শারীরিক অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন গৃহবধুর প্রতিবেশীরা। বিকাল ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৃহবধুর শরীরে নির্যাতনের চিহ্ণ থাকায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন মৃতের বাবা গোলাম মোস্তফা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার রাত ১০ টা) লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনার পর পরই স্বামী আত্মগোপন করেছে বলে জানা গেছে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চ মাসে কুষ্টিয়া সদর উপজেলাধীন দূর্গাপুর ইউপির মনোহর পুর গ্রামের জনৈক জাহিদুল ইসলামের সাথে বিবাহ হয়। সে ছিল বেকার। বিয়ের পর কখনো নগদ টাকা, কখনো মোটরসাইকেল চেয়ে বসত অভিযুক্ত স্বামী। দাম্পত্য কলহ মেটাতে শালিস সভা হয়েছে কয়েক দফা। যৌতুকের জের ধরে বলি হলেন হতভাগ্য গৃহবধু। পুলিশ তদন্ত করছে বলে কুষ্টিয়া মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে।