নিজস্ব সংবাদ দাতা:-
আধুনিক বিজ্ঞানের আলোকে গবেষক রেজাউল ইসলাম সরদার ছোট বেলা থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে গবেষনা কিরে লিখেছেন:- কবিতা সংকলন: কবিতা কথা কয়। গল্প সংকলন: মনে থাকবে চিরদিন। রেজাউল সংগীতের গানের সংকলন: অনির্বান, ঝংকার, আরাধনা, অনুরাগ, উপহার। গাজীয়ার সিরিজ: কাজরী কোবরা, নাগ পঞ্চমী। টুরিষ্টার সিরিজ: দি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দি নাইট কুইন। রিপোর্টার সিরিজ: ঝাঁজ, লাশ। রানার সিরিজ: দস্যু রানার, কেয়ার কবর। উপন্যাস: একুশে ফ্রেব্রুয়ারী, রক্ত দিয়ে গেলাম, আমি বিজয় দেখেছি, বঙ্গবন্ধুর স্বপ্ন, নিষ্পাপ শেখ রাসেল, রাক্তাক্ত বাংলা, আমার জীবনের প্রেম, মদিনার গোলাপ, বাগদাদের গোলোপ, পবিত্র হৃদয়, তুমি আমার সূচনা, মনের মাঝে থাকবে, সমাজ থেকে নেওয়া, এ বাধন ছিড়ে যেওনা, বিয়ের সিঁদুর নাও, বিষাক্ত গোলাপ, সিঁদুর দিয়ে গেলাম, রত্না আমার রন্তা, দক্ষিণেশ্বর মন্দির, বিজয় দশমী, মৃত্যুর সাদ, মন দিয়েছি তোমায়, এর নাম প্রেম, মনের মাঝে তুমি, মনে রঙ্গে রাঙ্গাবো, কষ্টে বুক বেধেছি। টিভি নাটক: আমাদের বঙ্গবন্ধু, আমাদের সংগ্রাম, কাঁশবনের কন্যা, বাংলা মায়ের সন্তান, পদ্মা নদীর চর, রাজনীতির রঙ্গমঞ্চ, আজকের বাংলাদেশ, আমি পাশে থাকবো, স্বপ্ন ভেঙ্গে গেছে, ভুলে বালুচর, জীবনের আশা, মধুপুরেরে বধূ, এর নাম প্রেম, রক্ত দিয়েছি বাংলার বুকে, এ জীবন তোমাকে দিলাম, এমন যদি প্রেম হয়, তোমায় নিয়ে ঘর বাধবো। ধারাবাহিক টিভি নাটক: রাষ্ট্রভাষা বাংলা চাই, রক্তের দাগ মুছে দিওনা, বিজলী, পরী কথা কয়, আমি তোমার বধূ, ক্রাইম রিপোর্টার, কখন ছুটি হবে, চোখ দিয়ে দেখো। ছায়াছবির কাহিনী: একুশে ফ্রেব্রুয়ারী, রক্ত দিয়ে গেলাম, আমি বিজয় দেখেছি, বঙ্গবন্ধুর স্বপ্ন, নিষ্পাপ শেখ রাসেল, আমার নাম সাবেরা, মন দেব কি দেবনা, সমাজ থেকে বঞ্চিত, বাচ্চু মাস্তান, ফুলের মত জীবন, মন যে মানেনা, আমি ধন্য হয়েছি, গয়া বাইদার প্রেম, বেদের মেয়ে সুন্দরী, মৃত্যুর দুয়ারে তুমি, পরী কথা কয়, মন দিয়েছি তোমায়, তুমি যে আমার, প্রিয়াংকা, রানা ঘাটে পরিচয়, আমার নাম সালমা, নোভেল করোনা ভাইরাস সহ আরও কত কিছু। স্বার্থানেশ্বীদের চক্রান্তে পড়ে তিনি বিষয় সম্পত্তি এবং কয়েক লক্ষ নগদ টাকা হারিয়ে ব্রেইন স্টক করে অসুস্থ্য হয়ে পড়লে দীর্ঘদিন অসুস্থ্য থাকার মাধ্যমে বঙ্গবন্ধ শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসাপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও উচচ্তর চিকিৎসা গ্রহণ করতে পারেন নাই। এমন অবস্থায় অনেক দুঃখ কষ্টের মাঝেও তিনি বিভিন্ন ধরনের বেই লেখার মাধ্যমে তার রচিত বঙ্গবন্ধুর স্বপ্ন এবং নিষ্পাপ শেখ রাসেল উপন্যাস দুটি প্রকাশ করে বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের মানুষের ভালোবাসা কামনা করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নই। তার উচ্চতর চিকিৎসার প্রয়োজন। কিন্ত উচ্চতর চিকিৎসা গ্রহনের মত তার আর্থিক সামর্থ নাই। তিনি তার স্বপ্ন সাধনার বিভিন্ন ধরনের বই প্রকাশের মাধ্যমে উচ্চতর চিকিৎসার জন্য দেশ বিদেশের দাতা ব্যক্তি ও দাতা সংস্থার নিকট আর্থিক সাহায্যের আবেদন করেন। আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর: ০১৭২০-১৬০১৪৫ (পার্সোনাল), মোছাঃ রাবিয়া খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর: ০৭৮২০৫০০৩০১১৫, ওয়ান ব্যাংক, পোড়াদহ শাখা, পোড়াদহ, কুষ্টিয়া। সার্বিক যোগাযোগ: রেজাউল ইসলাম সরদার, ০১৭৩৬-৬৭৮৮২৯।