ডন ডেক্স:-
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা আওতায় জেলেদের বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য কুষ্টিয়ার কুমার খালীতে ১৫ জন জেলের মাঝে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয় আয়োজনে বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে তাঁদের মাঝে গরু প্রদান করা হয়। প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতি এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমানসহ প্রমূখ।
এবিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, উপজেলায় নিবন্ধনকৃত জেলের সংখ্যা ৭৩৪ জন। তন্মধ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৫ জন জেলেকে বিকল্প উপায়ে জীবিকা নির্বাহের জন্য প্রত্যেককে প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি করে বকনা বাছুর গরু প্রদান করা হয়েছে। বরাদ্দ পেলে বাকী জেলেদেরও সহায়তা উপকরণ প্রদান করার কথা জানান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, যাঁর কেউ নাই, তাঁর জন্য শেখ হাসিনা আছেন। যাঁদের কথা কেউ ভাবেনা, তাঁদের কথা শেখ হাসিনা ভাবেন। এই গরু পালনের মাধ্যমে জেলেরা ধীরেধীরে স্বাবলম্বী হবেন। অপরদিকে বিনামূল্যে বকনা বাছুর পেয়ে খুশি জেলেরা। উপকার ভোগী জেলে ইব্রাহিম প্রামাণিক (৮২) বলেন, তিনি খুব ছোট থেকে পদ্মানদীতে মাছ ধরেন। প্রথমবারের মত এমন সহায়তা পেয়েছেন তিনি। বাছুর গরুটি পালন করে আর্থিকভাবে লাভবানের প্রত্যাশা করছেন তিনি।