ডন ডেস্ক:-
মাদারীপুরের শিবপুর উপজেলায় ঢাকাগামী একটা যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।পদ্মাসেতু এক্সপ্রেসওয়ে থেকে বাসটি খাদে পড়ে যায়
পদ্মাসেতু এক্সপ্রেসওয়ে থেকে বাসটি খাদে পড়ে যায়
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বলছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ইমাদ পরিবহনের বাসটি ভোর সাড়ে চারটায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
পদ্মাসেতুর আগে শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারায় সেটি। বাসটি এক্সপ্রেস ওয়ের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। এতে বাসটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। পদ্মা সেতু চালু হবার পর এক্সপ্রেসওয়েতে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা বলে বলছেন স্থানীয় মানুষেরা। বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪জন মারা যায়। পরে হাসপাতালে নেয়া হলে আরো তিনজন মারা যান। তবে নিহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ সুপার মি. আলম জানান বাসে ৪৫ জনের মতো যাত্রী এবং ৩ জন স্টাফ ছিল। আহতদের ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
সকাল আটটার দিকে দুর্ঘটনার পরপরই শুরুতে স্থানীয় মানুষ এগিয়ে আসেন উদ্ধার কাজে। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস যোগ দিয়েছে। ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি দুর্ঘটনায় পড়ে। তবে মি. আলম বলেছেন তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার হবে।