রাজিব আহমেদ:-
স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার কুমারখালীতে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টায় কুমারখালী উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আশাদুর রহমান আশা, কুষ্টিয়া জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মো. মাসুদ পারভেজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, কুমারখালী পৌর আওয়ামীলীগের সদস্য জাকারিয়া খান জেমস, কুমারখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ। আরোও উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রশ্মি পারভেজ, কয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সজিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এরপর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগ সাহিত্য বিষয়ক সম্পাদক রাজিব আহমেদের উদ্যাগে জুম্মাার নামাজের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকলের স্মরণে ও মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ সকলের আত্মার শান্তি মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। সর্বশেষ জাতির পিতার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ।