নিজস্ব প্রতিবেদক:-
পেশিশক্তির প্রভাবে প্রধান শিক্ষক হলেন বিএনপি নেতা মিজানুর রহমান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ প্রধান শিক্ষক মিজানুর রহমান কে অপাসারণ,বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষণ, অ্যাডহক কমিটি বাতিল ও নির্বাচনের মাধ্যমে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সদস্য উজ্জ্বল হোসেন এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগসূত্রে জানাগেছে,গত ৫/৯/২০১৪ ইং তারিখের পর অত্র বিদ্যালয়ে কোন নিয়মিত কমিটি গঠন করা হয় নি। পেশিশক্তি প্রয়োগ ও ভুয়া রেজুলেসনে স্বাক্ষর জাল করে মিজানুর রহমান প্রধান শিক্ষকের পদ দখল করে অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা করছেন। এযাবৎ বিদ্যালয়ের আয়-আয়- ব্যয়ের কোন হিসাব দাখিল করেন নি। বিদ্যালয়ের তহবিল থেকে গত ৯ বছরে ৩০ লাখ টাকা আত্মসাত করেছেন মিজানুর রহমান । গত ৪/১২/২২ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ৬ মাস মেয়াদী অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময় শেষ হতে চললেও অত্র বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটির গঠন ও নির্বাচনের তফশীল ঘোষণা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে গড়িমসি করছেন মিজানুর রহমান। আজকাল করে সময়ক্ষেপন করছেন। পুনরায় নিজের পছন্দসই ব্যক্তিকে দিয়ে অ্যাডহক কমিটি গঠন,নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়ের অর্থ আত্মসাত অব্যাহত রাখতে চান মিজানুর রহমান। এ প্রসঙ্গে উজ্জ্বল হোসেন বলেন, মিজানুর রহমানের দুর্নীতির সুষ্ঠু তদন্ত করেশিক্ষা সহায়ক পরিবেশ উন্নয়ন ও জনস্বার্থে অ্যাডহক কমিটি বাতিল এবং নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচনী তফসীল দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক মিজানুর রহমান কে কল দিলে তিনি রিসিভ করেন নি।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি