এম এ ওহাব:-
শিক্ষার মানোন্নয়নে কুষ্টিয়ার কুমারখালীতে বিভিন্ন স্কুলের জন্য বিনামূল্যে বেঞ্চ শিক্ষার্থীদের জন্য ও বাই সাইকেল প্রদান করা হয়। আজ দুপুরে ৭৮ কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা অঞ্চলের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বেঞ্চ ও বাই সাইকেল প্রদান করেন। ৫০ জোড়া বেঞ্চ ও ২৫ টি বাইসাইকেল প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে কুমারখালী পৌরসভার মেয়র হাজী সামছুজ্জামান অরুণ, কুমারখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান নিপুন, যুবলীগের কাউন্সিলর সভাপতি হারুনুর রশিদ হারুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কুমারখালী শিল্পকলা একাডেমী চত্ত্বরে এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেন, কুমারখালী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান আয়ুব সহ অনেকে।