ডন ডেস্ক:-
দিনের বেলায় কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ড এর সমস্ত রোড লাইনের বাতি জ্বলে থাকে। এই ওয়ার্ডবাসীদের নিকট হতে জানা যায়,প্রায় দিনের বেলায় সমস্ত রোড লাইনের বাতি জ্বলে থাকে।এতে দেশের বিদ্যুৎতের অপচয় করছে কুষ্টিয়া পৌরসভা।আর সেসব অপচয়ের ঘারতি পুরনে ট্যাক্্র ভ্যাট এর মাধ্যমে গুনতে হচ্ছে নগদ টাকা এসব ওয়ার্ডবাসীদের। কুষ্টিয়া পৌরসভা এসব বর্ধিত ওয়ার্ডগুলোতে কোন সেবা প্রদান না করেই বিভিন্ন কৌশলে বিভিন্ন নামে ট্যাক্্র ভ্যাট,জন্মনিনবন্ধন করতে,বাড়ী নির্মান করতে অনুমোদনের টাকা,পানি সরবরাহ ঠিকমত না দিয়েই আদায় করা হচ্ছে এসব ওয়ার্ডবাসীদের নিকট হতে নগদ টাকা। পৌরসভার বিভিন্ন বিল গুনার পরেও আবারো বাসিন্দাদের মরার উপর খরার ঘা এর মত পৌরসভার বিভিন্ন অপচয়ের ঘারতি পুরনে টাকা দিতে হচ্ছে। কুষ্টিয়া পৌরসভার কর্মকর্তাদের গাফলতির কারনে দিনের পর দিন গুনতে হচ্ছে বিভিন্ন অপচয়ের মত বিদ্যুতের অপচয়ের টাকা। কুষ্টিয়া পৌরবাসীর একটি প্রশ্ন পৌরসভার অবহেলা,বিভিন্ন ভোগান্তির শিকার পৌরবাসী এবং বিদ্যুৎ এর মত অপচয়ের বিভিন্ন দায়বার নিবে কে?
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি