নিজস্ব প্রতিবেদক:-
জমি সংক্রান্ত ২ পক্ষের দ্বন্দ্বে বলি হচ্ছেন দরিদ্র কাঠ মিস্ত্রি ইউসুফ। সে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির সাত্তার পাড়া গ্রামের বাসিন্দা। পঙ্গু ব্যক্তিকে জড়িয়ে মামলা দায়ের করায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, উপজেলার মরিচা ইউপির সাত্তারি পাড়া গ্রামে গত ২১ শে নভেম্বর বিকেল ৫ টায় মিলন ও বক্কর উদ্দিনের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারি হয়। এই ঘটনার দিন বালিরদিযাড় বাজারে অবস্তিত ইউসুফের দোকানে এসে মিলনের লোকজন সশস্ত্র হামলা করে। ইউসুব আলী কে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘ ৩ মাস চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে সে। ঘটনার ৫ মাস পর তার বাড়িতে বিজ্ঞ আদালতের সমন আসে। যার নং ১১০৪/ ৭/৫/২৩ ইং তারিখ। এই মামলায় স্বশরীরে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। এ সংবাদ এলাকাবাসীর ছড়িয়ে পড়লে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি