ডন ডেস্ক:-
বাঙালী জাতির গৌরবময় দিন মহান স্বাধীনতা দিবসে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত কে নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিচার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ এপ্রিল) কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, একজন সাংবাদিক হয়ে সম্পাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। নিজ সার্থ আদায়ের জন্য প্রথম আলো সম্পাদক এদেশের গণমাধ্যম কর্মীদেরকে বাঙালির দেশপ্রেম ও স্বাধীনতার প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছে। তাই আমরা প্রগতিশীল চিন্তার সাংবাদিকরা এই রাষ্ট্রবিরোধী দেশদ্রোহী মতিউর রহমানের বিচার চাই। যাতে ভবিষ্যতে কোন সম্পাদক এভাবে রাষ্ট্রদ্রোহীতা করতে না পারে। তিনি আরও বলেন, প্রথম আলোর প্রতিনিধিদের অবৈধ আয়ের উৎস কি। কিভাবে তারা আঙুল ফুলে কলা গাছে রুপ নিচ্ছে সেই খোঁজ করতে হবে দুদককে। মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে কোন অপশক্তির কাছে আপোস করা হবে না। বাঙালি বঙ্গবন্ধু বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যারাই ষড়যন্ত্র করবে, প্রয়োজনে তাদেরকে আমরা গণমাধ্যম কর্মীরা প্রতিহিত করবো। বিদেশি প্রভুদের বিবৃতির মাধ্যমে প্রমান হলো মতিউর রহমান, বিবৃতিদাতা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।