দৌলতপুর কুষ্টিয়া
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দিঘলকান্দী ক্যাম্প পুলিশের এ এস আই মিঠুন গত বুধবার রাত অনুমানিক ৮ টার পরে ঝাউদিয়া বাবলু বাজার এলাকার মৃত সাদেক আলীর ছেলে জালেম কে ৫ শত গ্রাম গাঁজা সহ আটক করেন বলে জানান এলাকাবাসী।
নাম পরিচয় গোপন রাখা শর্তে একাধিক ব্যক্তি বলেন, জালেম নিয়মিত গাঁজা সেবন করেন এবং বিক্রয় করেন। ১০ থেকে ১৫ দিন আগে এ এস আই মিঠুন গাঁজা সহ জালেম কে আটক করে শুধু গাঁজা নিয়ে যায়। আবার গত বুধবার রাত অনুমানিক ৮ টার পরে জালেমের বাড়িতে অভিযান পরিচালনা করে ৫ শত গ্রাম গাঁজা সহ জালেম কে আটক করেন। পরে ২০ হাজার টাকার বিনিময়ে জালেম কে স্থানীয় এক দালালের মাধ্যমে ছেড়ে দিয়ে যায়। এবং ৫ শত গ্রাম গাঁজা নিয়ে যায়।
জালেম নিয়মিত মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রয় করে বলে নিশ্চিত করেন রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু , এ সময় তিনি বলেন জালেম কে পুলিশ আটক করেছিল আমি শুনেছি তবে পরে মামলা দিয়েছে কি ছেড়ে দিয়েছে আমি জানিনা।
এ বিষয়ে জালেম বলেন, প্রায় ১০ থেকে ১৫ দিন আগে আমার কাছে থেকে গাঁজা আটক করে এ এস আই মিঠুন পরে সেই গাঁজা দিঘলকান্দী ক্যাম্প এলাকার জবা পিরিনের ছেলে আহাদের কাছে বিক্রয় করেন। আমি ফোকির মানুষ গাঁজা খাই। গত বুধবার রাত অনুমানিক ৮ টার পরে আবার আমার বাড়িতে অভিযান করে গাঁজা ও টাকা নিয়ে গেছে। তবে টাকাটা আমার জামায় দিয়েছে কত দিয়েছে তা জানিনা৷ এ সময় তিনি দাবি করেন এ এস আই মিঠুন নিজে গাঁজা সেবন করেন।
এ বিষয়ে এ এস আই মিঠুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন হে গাঁজা সহ জালেম কে আটক করেছি মামলা দেয় নাই পারলে আপনি আমার বিরুদ্ধে মামলা দেন। আর আপনি কি মাপের সাংবাদিক আমার ক্যাম্পে আসেন আপনাকে দেখছি।