ডন ডেস্ক:-
বিষয়-৬টি ইজিবাইক ও ১ টি পাখি ভ্যান চুরির ঘটনায় দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার এবং এ সংক্রান্ত পৃথক ৩ টি চুরি মামলা রুজু প্রসঙ্গে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ-বাদী মো. মারফত আলী (৪৩), পিতা মোহাম্মদ ইয়ার আলী খাঁ সাং-খলিসাকুন্ডি মালিপাড়া, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া, থানায় হাজির হয়ে অজ্ঞাত নামা চোর /চোরদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। বাদী একজন ভ্যান চালক গত এক থেকে দেড় বছর পূর্বে বাদী একটি লাল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক ১,৯০,০০০(এক লক্ষ নব্বই হাজার) টাকায় ক্রয় করে বাদীর ছেলে মো. হাসিবুল ইসলাম কে দিয়ে কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় ভাড়ায় জীবিকা নির্বাহ করে। ইং৮/৪/২০২৩ খ্রিষ্টাব্দ অনুমান১১.৩০ ঘটিকার সময় এন এস রোডস্থ একতারা মোড় হতে শহরে ভাড়া নিয়ে যায় এরপর বাদীর ছেলে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ভাড়া মারার এক পর্যায়ে ৮/৪/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় একতারা মোড় হতে অজ্ঞাতনামা একজন ব্যক্তি বাদীর ছেলের ইজিবাইকে যাত্রী হিসেবে উঠে বলে রাজারহাট মড়ে চলো তখন বাদীর ছেলে ভুক্ত অজ্ঞাত নামা যাত্রীকে নিয়ে কুষ্টিয়া মডেল থানা ধীন বড়বাজার রাজারহাট মোড়ে পৌঁছালে। উক্ত ব্যক্তি বাদীর ছেলের ইজি বাইকটি থামিয়ে পাশের একটি বাড়ি দেখিয়ে বলে আমি ইজি বাইকে বসে আছি তুমি আমার বাড়িতে দুধের ব্যাগটি রেখে আসো। তখন বাদীর ছেলে সরল বিশ্বাসে ইজিবাইকটি বন্ধ করে চাবি সাথে নিয়ে দুধের ব্যাগটি বাসায় দিতে গেলে সে কাউকে না পেয়ে দ্রুততার সহিত ইজিবাইকটি কাছে গিয়ে দেখতে পাই যে উক্ত স্থানে ইজিবাইকটি নাই ।ইং ৮/৪/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ বেলা অনুমান ১১.৪০ ঘটিকার সময় উক্ত অজ্ঞাতনামা যাত্রী অজ্ঞাত নামা চোর। চোরদের সহিত পরস্পর যোগসাজশে ইজিবাইকটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় মামলা নং -২৯ তারিখ ৯/৪/২০২৩ খ্রিস্টাব্দ ধারা ৩৭৯ পেনাল কোড রুজু হয়েছে।