সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:-
আসছে ২৯ রমজানে (২১ এপ্রিল-২৩) রোজ শুক্রবার কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠের সকল এসএসসি ব্যাচের বন্ধুমহল এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে স্ব-স্ব ব্যাচের মডারেটররা তাদের ব্যাচের বন্ধুদের নাম ও চাঁদা সংগ্রহ করবেন। সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য চাঁদার পরিমাণ নির্ধারণ না করে ( ১০০ থেকে ১০০০) যার যার সামর্থ্য অনুযায়ী দিবেন। তবে পরিমাণ টি অবশ্যই মডারেটর গন নামের পাশে লিপিবদ্ধ করবেন এবং লিস্ট সহ জমা দিবেন। চাঁদা জমা দেওয়ার শেষ সময় ২৫ রমজান। উক্ত ইফতার মাহফিলের সকল এসএসসি ব্যাচের সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে স্কুলের ভিতরে। ইফতার শেষে আলোচনা হবে ঈদ পরবর্তী অনুষ্ঠানের বিষয়ে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি