নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়ার মিরপুরের এলকেবি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আশফাক ই আজমকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামের কিছু উশৃংখল সন্ত্রাসী যুবক।তাদের দাবী, এলকেবি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন শিক্ষক কর্মচারীদের বাদ দিয়ে ব্যাকডেটে তাদেরকে নিয়োগ দিতে হবে,নতুবা প্রতিষ্ঠানের পুরাতন শিক্ষক কর্মচারীদের কর্মস্থলে নিপিড়ন করা হবে। এরই অংশ হিসেবে রবিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটায় বিদ্যালয় সংলগ্ন রবেলা মোড়ে উক্ত শিক্ষককে নির্মমভাবে পিটানো হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় সুত্রে জানা যায়- প্রতিষ্ঠানটি নতুন এমপিওভুক্ত হওয়ায় শিক্ষকদেরকেও নতুনভাবে এমপিওভুক্ত হতে হচ্ছে। এই সুযোগে একটা কুচক্রী মহল অবৈধভাবে পুরাতন শিক্ষক কর্মচারীদের বাদ দিয়ে গোপনে ব্যাকডেটে নিয়োগ দিতে চাপ প্রয়োগ করে। এতে রাজী না হলে কিছু বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে স্থানীয় কয়েকজন যুবক আজ সকালে আইসিটি শিক্ষক আশফাক ই আজমের উপর ঝাপিয়ে পড়ে। এলকেবি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ধুবইল ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন বলেন-প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ২০০২ সালে।প্রতিষ্ঠালগ্ন থেকেই বহু কষ্টে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন বৈধ শিক্ষক কর্মচারী ও স্থানীয় লোকজন। এখন যারা উশৃংখলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে প্রতিষ্ঠান বন্ধ করার পায়তারা করছেন, তারা এতোদিন প্রতিষ্ঠানের কোন খোজ খবর নেননি। অথচ এখন প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়েছে, এখন তারা গোপনে ব্যাকডেটে পুরাতন শিক্ষক কর্মচারীদের বাদ দিয়ে নতুন নিয়োগ চাচ্ছেন। কিন্তু নিয়োগ দেয়ার ক্ষমতা কোনক্রমেই কমিটির হাতে নেই। তাই এনটিআরসিএর মাধ্যমে যদি তারা নিয়োগ নিয়ে আসতে পারে, তাহলে আমাদের কোন আপত্তি নেই।শিক্ষক পেটানোর ঘটনায় স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। অচিরেই আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।